Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

হাসপাতালে সেবা সমুহ :

০১।       জরম্নরী বিভাগ সেবা  ( পুরম্নষ,মহিলা,শিশু )

০২।       ডিএসএফ কার্যক্রম।

০৩।       অন্তঃ বিভাগ সেবা  ( পুরম্নষ,মহিলা,শিশু )

০৪।       ইওসি কার্যক্রম ( জরম্নরী প্রসুতি সেবা )

০৫।       বহিঃ বিভাগ সেবা

০৬।       ডেন্টাল বহিঃ বিভাগ সেবা ।

০৭।       অসুস্থ্য শিশুর জন্য ফ্রিচিকিৎসা ব্যবস্থাপনা ( আইএমসিআই ) ।

০৮।       ও আর টি কর্ণার ।

০৯।       ইপিআই কার্যক্রম ( ৮ ধরনের টিকা দেওয়া হয় )

১০।       যক্ষা ও কুষ্ট নিয়ন্ত্রন কার্যক্রম ।

১১।        এক্স রে কার্যক্রম  ।

১২।       প্যাথলজিক্যাল কার্যক্রম।

১৩।       স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম ।

 

মাঠপর্যায়ে  সেবা সমূহঃ

০১।       স্বাস্থ্যকেন্দ্র গুলির মাধ্যমে সেবা ।

০২।       কমিউনিটি ক্লিনিক সমুহের  মাধ্যমে সেবা ।

০৩।       ইপিআই কার্যক্রম ।

০৪।       যক্ষা ও কুষ্ঠ  কার্যক্রম ।

০৫।       আই এম সি আই কার্যক্রম ।

০৬।       বন্যা ও প্রার্কতিক দুর্যোগ মোকাবেলা কার্যক্রম ।

০৭।       ডায়রিয়া নিয়ন্ত্রন কার্যক্রম ।

০৮।       আর্সেনিক বিষয়ক কার্যক্রম ।

০৯।       ফাইলেরিয়াসিস রোগ নিয়ন্ত্রন ।

১০।       বার্ড ফ্লু নিয়ন্ত্রন ।

১১।       জি আর কার্যক্রম ।

১২।       ভেজাল খাদ্য ও নমুনা সংগ্রহ এবং স্যানেটারী কার্যক্রম ।

১৩।       স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম ।

১৪।       বিদ্যালয় ভিত্তিক  স্বাস্থ্যশিক্ষ কার্যক্রম ।

১৫।       কালাজ্বর নিয়ন্ত্রন কার্যক্রম ।