Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১.উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগত নারী- পুরুষ, বৃদ্ধ-যুব-শিশুসকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়অ

২. জরুরী বিভাগ সেবা:- দিবা-রাতি ২৪ ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা  সেবা প্রদান করা হয়।

৩. জরুরী প্রসুতি সেবা:- দিবা রাতি ২৪ ঘন্টা ইওসি সেবা প্রদান করা হয়।

৪.ডায়রিয়া রোগী সেবা:- ডাযরিয়া রোগীদের জন্য ও আর টি কনার চালু আছে।

৫. আন্তঃ বিভাগে সেবাঃ- আন্তঃ বিভাগে দিবারাতি ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়।

৬. বহিঃবিভাগ সেবাঃ- বহি:বিভাগে পুরুষ, মহিলা ও শিশুদের সেবা প্রদান করা হয়।

৭. এ্যাম্বুলেন্স সেবাঃ- এ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় সরকারী ভাড়ার হার প্রতি কি লোমিটার ১০ টাকা । 

৮. যক্ষা ও কুষ্ট নিয়ন্ত্রন সেবাঃ- যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয়। যক্ষা রোগীদের বিনা মূল্যে ঔষধ সরবরাহ

     করা হয়।

৯. ইপি আই কাযক্রমঃ- ইপি আই কাযক্রমের আওতায় প্রতিদিন মা ওশিশুদের  প্রতিষেধক টিকা দেয়া হয়।

১০.স্বাস্থ্য শিক্ষাঃ- বহিঃবিভাগে ও আন্তঃবিভাগে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

১১. প্যাথলজি পরীক্ষা ও এক্সরে সেবাঃ- হাসপাতালে আগত ও ভতি রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি ও এক্সরে পরীক্ষা করা হয়।

১২. আই,এম,সি আই সেবাঃ- অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা আই,এম,সিআই কনারে করা হয়।